19 C
আবহাওয়া
১:৫৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান


বিএনএ, পাবনা: পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের জন্য রূপপুরে পৌঁছেছে পঞ্চম চালান। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে প্রকল্প এলাকায় ঢোকে ইউরেনিয়াম বহনকারী গাড়িটি।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো খুব ভোরে রাজধানী ঢাকা থেকে রওনা হয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পার হয়ে মহাসড়ক দিয়ে ঈশ্বরদীর দাশুড়িয়া ও রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। অন্যবারের মতো এবারও সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে আনা হয় ইউরেনিয়ামের চালান।

এ বছরের ২৮ সেপ্টেম্বর বিশেষ বিমানে বাংলাদেশে এসে পৌঁছায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জন্য জ্বালানির প্রথম চালান। পরদিন ২৯ সেপ্টেম্বর কড়া নিরাপত্তা ব্যবস্থায় জ্বালানি নেওয়া হয় রূপপুর প্রকল্প এলাকায়। এরপর ৬ অক্টোবর ইউরেনিয়ামের দ্বিতীয় চালান, ১৩ অক্টোবর তৃতীয় চালান এবং ২০ অক্টোবর চতুর্থ চালান রূপপুর প্রকল্প এলাকা পৌঁছে।

রূপপুর প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) ড. শৌকত আকবর জানান, প্রথম চালানের মতোই সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ৫ম চালানের ইউরেনিয়াম রূপপুরে আনা হয়েছে। এসব জ্বালানি আমদানি, পরিবহন ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট।

২০২৫ সালের মাঝামাঝি বিদ্যুৎ কেন্দ্রটির ২য় ইউনিট চালু হতে পারে। দুটি ইউনিট চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকারের ব্যয় ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। আর রাশিয়া থেকে ঋণ সহায়তা হিসেবে আসছে ৯১ হাজার ৪০ কোটি টাকা।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ