15 C
আবহাওয়া
১১:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে ৩ জনের মরদেহ উদ্ধার

মহাখালীর খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে ৩ জনের মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা : রাজধানীর মহাখালীর আমতলীতে খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে দুই নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক)।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেলে খাজা টাওয়ারে আগুন লাগে।

নিহতারা হলেন– হাসনাহেনা (২৭),মোহাম্মদ রফিকুল ইসলাম (৬৩) এবং আকলিমা আক্তার।

রাত ১২টার পর এ তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের একটি সূত্র।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। তবে ভেতরে বিভিন্ন দাহ্য পদার্থ থাকায় আগুন পুরোপুরি নেভেনি। আগুন নেভানোর পাশাপাশি নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালান তাঁরা। রাত ১১টা ৪০ মিনিটে ভবনটির ১৩ তলা থেকে প্রথমে রফিকুল ইসলাম নামে একজন প্রকৌশলীর মরদেহ উদ্ধার করা হয়। এরপর রাত ১২টা ১৫ মিনিটের দিকে একই তলা থেকে আকলিমা রহমান নামে আরও একজন নারীর মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তাঁরা অতিরিক্ত ধোয়ার কারণে মারা গেছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ