20.7 C
আবহাওয়া
৫:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » জিম্বাবুয়ের কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয়

জিম্বাবুয়ের কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয়

জিম্বাবুয়ের কাছে পাকিস্তানের শোচনীয় পরাজয়

বিএনএ ডেস্ক: টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছেও হেরেছে পাকিস্তান। জিম্বাবুয়ের করা ১৩০ রান তাড়া করতে নেমে ১২৯ রানে থামে পাকিস্তানের ইনিংস। ফলে ১ রানে হারলো বাবর আজমের দল।

জিম্বাবুয়ের ১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে ২১ বলে দলীয় ১৩ রানের মাথায় ৯ বল খেলে ৪ রান করে ফিরে যান ছন্দহীন অধিনায়ক বাবর আজম। শান মাসুদকে নিয়ে মোহাম্মদ রিজওয়ানের দ্বিতীয় জুটিতে আসে ১০ রান। দলীয় ২৩ রানের মাথায় ১৬ বলে ১৪ রানে আউট হয়ে দলকে আরও চাপে ফেলেন মোহাম্মদ রিজওয়ান।

মোহাম্মদ ইফতেখার আহমেদের সাথে শান মাসুদের তৃতীয় জুটিতে আসে ১৩ রান। দলীয় ৩৬ রানের মাথায় ১০ বলে ৫ রান করে ফিরে যান ইফতেখার আহমেদ। শাদাব খানের সাথে দলের পক্ষে সবচেয়ে বড় জুটি গড়েন শান মাসুদ। ৩৬ বলে ৫২ রানের করে দলকে জয়ের স্বপ্ন দেখাতে থাকেন তারা। তবে দলীয় ৮৮ রানের মাথায় ১৪ বলে ১৭ রান করে ফিরে যান শাদাব খান। একপ্রান্ত তখনও আগলে রাখেন শান মাসুদ। তবে সেই ৮৮ রানে আবারও আঘাত করেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। হায়দার আলীকে শূণ্য রানে সাজ ঘরে ফেরান তিনি।

দলীয় ৯৪ রানের মাথায় এবার শান মাসুদকে নিশানা করেন সেই সিকান্দার রাজা। ৩৮ বলে ৪৪ রান করে সাজ ঘরে ফেরেন শান মাসুদ। তখন বেশ চাপে পড়ে যায় পাকিস্তান দল। তবে সপ্তম জুটিতে মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ ওয়াসিমের জুটিতে জয়ের স্বপ্ন দেখতে থাকে পাকিস্তান। সেখানেও আঘাত করেন জিম্বাবুয়ের ব্রান্ড ইভান্স। ১৮ বলে ২২ রানে ফিরে যান মোহাম্মদ নওয়াজ। এরপর শাহিন শাহ আফ্রিদি কে নিয়ে ১৩ বলে ১২ রান করা মোহাম্মদ ওয়াসিম শেষ পর্যন্ত জয়ের হাসি হাসাতে পারেন নি দলকে।

বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে ১ রানে হারলো পাকিস্তান
বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে ১ রানে হারলো পাকিস্তান

জিম্বাবুয়ের পক্ষে সিকান্দার রাজা ৩টি, ব্র্যাড ইভান্স ২টি এবং মুজারাবানী ও লুক জংগৌ ১ টি উইকেট শিকার করেন।

এর আগে অস্ট্রেলিয়ার পার্থ স্ট্রেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। উদ্বোধনী জুটিতে ভাল সূচনা করেন ক্রেগ আরভিন ও ওয়েসলি মাধভেরে। ৩০ বলে ৪২ রানের জুটি গড়েন তারা। পঞ্চম ওভারে ক্রেগ অরভিনকে ১৯ বলে ১৯ রানে সাজ ঘরে ফেরান হারিস রউফ। পরের ওভারে দলীয় ৪৩ রানের মাথায় ওয়েসলি মাধভেরেকে শিকার করে মোহাম্মদ ওয়াসিম। ১৩ বলে ১৭ রান করেন মাধভেরে।

এরপর মিল্টন শুমবা ও শন উইলিয়ামসের তৃতীয় জুটিতে ২৬ বলে আসে ২১ রান। দলীয় ৬৪ রানের মাথায় ১০ বলে ৮ রান করে শাদাব খানের শিকার হন মিল্টন শুমবা।

৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট ও ব্যাট হাতে ৯ রান করে প্লেয়ার অব দ্যা ম্যাচ সিকান্দার রাজা
৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট ও ব্যাট হাতে ৯ রান করে প্লেয়ার অব দ্যা ম্যাচ সিকান্দার রাজা

দলীয় ৯৫ রানের মাথায় বড় বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। পাকিস্তানি বোলাররা তাদের চার চারটি উইকেট তুলে নেন একই সময়ে। এসময় শন উইলিয়ামসকে সঙ্গ দিচ্ছিলেন সিকান্দার রাজা। ২৫ বলে তাদের জুটি থেকে আসে ৩১ রান। শন উইলিয়ামসকে সাজ ঘরে ফিরেয়ে কাজটা শুরু করেন শাদাব খান। পরের আঘাতে রেজিস চাখাবাকেও শূণ্য রানে ফেরান তিনি। এরপর ১৬ বলে ৯ রান করা সিকান্দার রাজাকে টার্গেট করেন মোহাম্মদ ওয়াসিম। তারপর লুক জংগৌকেও শূণ্য রানে সাজ ঘরে ফেরান তিনি।

তবে জিম্বাবুয়ের সপ্তম উইকেট জুটিতে ২৯ বলে ৩১ রান তোলেন রায়ান বার্ল ও ব্র্যাড ইভান্স। দলীয় ১২৬ রানের মাথায় ১৫ বলে ১৯ রান করে আউট হন ব্র্যাড ইভান্স। শেষ পর্যন্ত রায়ান বার্ল ১৫ বলে ১০ ও রিচার্ড নাগারাভা ২ বলে ৩ রান করে অপরাজিত থাকেন। তাতে জিম্বাবুয়ের সংগ্রহ দাড়ায় ১৩০।

পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ওয়াসিম ৪টি শাদাব খান ৩ টি ও ১ টি উইকেট শিকার করেন হারিস রউফ।

৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট ও ব্যাট হাতে ৯ রান করে প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সিকান্দার রাজা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ