বিএনএ ডেস্ক: মহাসড়কে নসিমন, করিমন ও থ্রি হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধ এবং রংপুর-কুড়িগ্রাম সড়কে ‘প্রশাসনিক হয়রানি’ বন্ধের দাবিতে আগামী ২৮ অক্টোবর ভোর ৬টা থেকে ২৯ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা মটর মালিক সমিতি। ২ দিন রংপুর জেলার সব রুটে বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় গণসমাবেশের ধারাবাহিকতায় আগামী ২৯ অক্টোবর বিএনপি রংপুরে সমাবেশ ডেকেছে। তার একদিন আগেই পরিবহন ধর্মঘটের এই ঘোষণা এলো।
রংপুর জেলা মটর মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক বলেন, ‘গত ২৬ অক্টোবর রাতে রংপুর জেলা মটর মালিক সমিতি, ট্রাক মালিক সমিতি ও কার-মাইক্রোবাস মালিক সমিতির নেতৃবৃন্দসহ সাধারণ মালিকদের নিয়ে একটি যৌথ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
মোজাম্মেল হক জানান, সভায় সবার সম্মতির ভিত্তিতে শুক্রবার ভোর ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর জেলার সকল রুটে বাস, মিনিবাস, ট্রাক এবং মাইক্রোবাস চলাচল বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বিএনএ/এ আর