17 C
আবহাওয়া
৯:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » টস হেরে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

টস হেরে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

টস হেরে ব্যাটিংয়ে স্কটল্যান্ড

বিএনএ, স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের গ্রুপ টু এর ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নামিবিয়া। বুধবার (২৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি হচ্ছে।

আফগানিস্তানের সঙ্গে লজ্জার হারের পর নামিবিয়ার সঙ্গে জয়ের লক্ষ্যে মাঠে নামলো স্কটিশরা। অন্যদিকে স্কটিশদের বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপ মিশন শুরু করল নামিবিয়ানরা।

স্কটল্যান্ডের একাদশের একটি পরিবর্তন ।কাইল কোয়েৎজারের বদলি ক্রিস গ্রিভস। দলের নেতৃত্বে রিচি বেরিংটন।

স্কটল্যান্ড একাদশ : জর্জ মুন্সে, ম্যাথু ক্রস (উইকেটকিপার), ক্যালাম ম্যাকলিওড, রিচি বেরিংটন (অধিনায়ক), ক্রেইগ ওয়ালেস, মাইকেল লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, জোশ ডেভি, সাফিয়ান শরিফ, ব্র্যাডলি হুইল।

নামিবিয়া একাদশ : ক্রেগ উইলিয়ামস, জেন গ্রিন (উইকেটকিপার), গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), ডেভিড উইজ, মাইকেল ভ্যান লিংজেন, জেজে স্মিট, জ্যান ফ্রাইলিঙ্ক, পিকি ইয়া ফ্রান্স, জ্যান নিকোল লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড শোল্টজ।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ