বিএনএ, গাজীপুর : গাজীপুরের কাপাসিয়া উপজেলার জালিসা উত্তরপাড়া এলাকায় ট্রাকের চাপায় রাফিন পালোয়ান (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার সকালে (২৭ সেপ্টম্বর) কালীগঞ্জ-কাপাসিয়া সড়কের জালিসা উত্তরপাড়া জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
নিহত রাফিন পালোয়ান উপজেলার চাঁদপুর ইউনিয়নের জালিসা গ্রামের মনির পালোয়ানের ছেলে।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, সকালে আরবি পড়তে মক্তবে যাচ্ছিল ওই শিশু। পথে কালীগঞ্জ-কাপাসিয়া সড়কের জালিসা উত্তরপাড়া জামে মসজিদের পাশে একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাফিনের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে
পরিবারের পক্ষ থেকে যদি কেউ লিখিত অভিযোগ করেন তাহলে প্রয়োজনীয়
আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিএনএনিউজ/এম. এস. রুকন/এইচ.এম।