17 C
আবহাওয়া
৫:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম নগরীতে ভবন মালিককে হত্যা,পলাতক কেয়ারটেকার

চট্টগ্রাম নগরীতে ভবন মালিককে হত্যা,পলাতক কেয়ারটেকার

চট্টগ্রাম নগরীতে ভবন মালিককে হত্যা

বিএনএ চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন জালালাবাদ এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে হাত-পা বাঁধা অবস্থায় নেজাম পাশা নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ সেপ্টেম্বর) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নেজাম ওই ভবনের মালিক।

ঘটনার পর থেকে ভবনের কেয়ারটেকার হাসান পলাতক রয়েছেন। হত্যার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। তবে এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিহতের স্বজনরা জানান, ২০১৯ থেকে নগরীর জালালাদ এলাকায় সাত তলা ভবন নির্মাণের কাজ শুরু করেছিলেন নিহত নেজাম পাশা। নির্মাণ কাজ দেখাশোনার জন্য তার গ্রামের বাড়ি ফটিকছড়ি থেকে হাসানকে আনেন তিনি। রোববার (২৬ সেপ্টেম্বর ) বিকেল ৫টায় আসরের নামাজ পড়ে বের হবার পর নেজাম পাশার আর কোনো খবর পাওয়া যায়নি।

স্বজনরা আরও জানান, ভবনের কেয়ারটেকার হাসানকে ফোন দেয়া হলে সে অসংলগ্ন কথা বলছিল। পরে ভোরে নির্মাণাধীন ভবনের পাশে নেজাম পাশার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সে সময় লুঙ্গি দিয়ে তার হাত-পা বাঁধা ছিল।

নিহতের পরিবারের সদস্যদের দাবি, বিভিন্ন সময় ইট-বালি কিংবা ভবনের রঙয়ের কাজ দেয়ার জন্য মালিকের সঙ্গে ঝগড়া করতেন কেয়ারটেকার হাসান। ভবনের কাজ না দেয়ায় ক্ষুদ্ধ ছিল সে। কেয়ারটেকার হাসানকে পাওয়া গেলে পুরো ঘটনাটি জানা যাবে বলে জানান তারা।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তা আরফাতুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, হাত-পা বাঁধা অবস্থায় নির্মাণাধীন ভবনের পাশ থেকে নেজাম পাশার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে, কী কারণে তাকে হত্যা করা হয়েছে সেটি জানা যায়নি। ময়নাতদন্তের রির্পোট পাওয়া গেলে কীভাবে হত্যা করা হয়েছে তা জানা যাবে। ঘটনার পর থেকেই কেয়ারটেকার হাসান পলাতক রয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে ও হাসানকে আইনের আত্ততায় আনতে তদন্ত শুরু করেছে পুলিশ। এ ঘটনার পেছনে অন্য কোনো বিষয় আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ