19 C
আবহাওয়া
২:৪০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ৩ রানের আক্ষেপ আয়ারল্যান্ডের

৩ রানের আক্ষেপ আয়ারল্যান্ডের

৩ রানের আক্ষেপ আয়ারল্যান্ডের

বিএনএ,স্পোর্টসডেস্ক : পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৩ রানে হেরেছে আয়ারল্যান্ড ।শুক্রবার(২৭ আগস্ট) ডাবলিনের ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে খেলাটি অনুষ্ঠিত হয়েছে ।

জিম্বাবুয়ের দেয়া সহজ লক্ষ্য ১১৮ রান তাড়া করতে পারেনি আয়ারল্যান্ড । থেমে যায় ১১৪ রান করে। ফলে ৩ রানের জন্য হারতে হয় সফরকারিদের কাছে।

দারুণ সূচনা করেন শুরুতে ওপেন করতে নামা পল স্টারলিং এবং কেভিন ও ব্রায়ান । দ্রুত ২৭ রান আসে এই জুটি থেকে। পল স্টারলিংয়ের বিদায়ের পর নিয়মিত উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। এরপর সিমি সিংয়ের ব্যাটে আশা জাগে আইরিশদের । শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রানের । কিন্তু তা করতে পারেনি ছন্দে থাকা সিমি সিং।শেষ ওভার করতে আসা রিচার্ড এনগারাভার ওভারে ২ রানে নিতে সমর্থ হলে ম্যাচ হারে ৩ রানে। ২২ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৮ রান করে অপরাজিত থাকেএই আইরিশ অলরাউন্ডার।

এর আগে টস হেরে চাকাবার ৪৭  রানে ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। ক্রেইগ ইয়াং ও সিমি সিং নেন ২ করে ,একটি করে উইকেট নেন গেটকাট ও ব্যারি ম্যাকার্থি ।

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ২০ ওভারে ১১৭/৭ (রেজিস চাকাব্বা ৪৭; ক্রেইগ ইয়াং ১৫/২, সিমি সিং ২২/২)

আয়ারল্যান্ড ২০ ওভারে ১১১/৯ (পল স্টার্লিং ২৪, কেভিন ও ব্রায়ান ২৫, সিমি সিং ২৮*; রায়ান বার্ল ২২/৩)

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ