21 C
আবহাওয়া
৮:৩২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৭ আগস্টের টিকার ২য় ডোজ ৭ সেপ্টেম্বর

চট্টগ্রামে ৭ আগস্টের টিকার ২য় ডোজ ৭ সেপ্টেম্বর

চট্টগ্রামে গণটিকার আওতায় দ্বিতীয় ডোজ দেয়া হবে ৭ সেপ্টেম্বর

বিএনএ, চট্টগ্রাম : সারাদেশের ন্যায় চট্টগ্রামে ৭ আগস্টে প্রথম ডোজ গ্রহীতাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে ৭ সেপ্টেম্বর। শুক্রবার ( ২৭ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। তবে, এদিন প্রথম ডোজ টিকা দেয়া হবে না।

তিনি বলেন, ৭ আগস্ট যারা প্রথম ডোজ গ্রহণ করেছেন, তাদের ২য় ডোজ দেওয়া হবে ৭ সেপ্টেম্বর। মহানগর ও উপজেলায় যিনি যে কেন্দ্রে প্রথম ডোজ নিয়েছিলেন, একই কেন্দ্রে ২য় ডোজ নেবেন। তবে ওই দিন নতুন করে কাউকে প্রথম ডোজ দেওয়া হবে না।

উল্লেখ্য, গত ৭ আগস্ট চট্টগ্রাম মহানগর ও জেলায় সবমিলিয়ে ১ লাখ ৫৮ হাজার মানুষ টিকার প্রথম ডোজ দেয়া হয়েছে। এর মধ্যে মহানগরে প্রায় ৩৭ হাজার এবং উপজেলা পর্যায়ে ১ লাখ ২১ হাজার জন মানুষ টিকা পেয়েছেন।সিটি কর্পোরেশন এলাকায় মর্ডানা এবং উপজেলা পর্যায়ে দেওয়া হয় সিনোফার্মের টিকা।

বুধবার সকালে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন কার্যক্রমের দ্বিতীয় ডোজ ৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ