24 C
আবহাওয়া
৩:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তান এর সর্বশেষ খবর(২৭আগস্ট)

আফগানিস্তান এর সর্বশেষ খবর(২৭আগস্ট)

আফগানিস্তানের আজকের খবর(২৯ আগস্ট)

আন্তর্জাতিক মিডিয়া হতে সংগৃহীত আফগানিস্তান ও তালেবান সম্পর্কিত আজকের নিউজ। সর্বশেষ ব্রেকিং এবং আপডেট খবর। 

#   পাঞ্জশিরের নিয়ন্ত্রণ নিয়ে আহমেদ মাসুদের সঙ্গে তালেবানের সমঝোতা। আপাতত সংঘাতে  যাচ্ছে না কোনো পক্ষ  ।  আহমেদ মাসুদের সঙ্গে বৃহস্পতিবার তালেবানের এ সমঝোতা হয়।

#৯০ দশকে তালেবানের বিরুদ্ধে কাবুলের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পঞ্জশিরে প্রতিরোধ যুদ্ধে নেতৃত্ব দেন আহমেদ শাহ মাসুদ। তিনি পরিচিত ছিলেন ‘পঞ্জশিরের সিংহ’ নামে। তার ছেলে আহমেদ মাসুদ এবার ডাক দিয়েছেন তালেবানকে ঠেকানোর।হিন্দুকুশ পর্বতমালার মাঝে অবস্থিত এলাকাটি কখনও তালেবানের হাতে পড়েনি। কোন বিদেশি শক্তিও এর নিয়ন্ত্রণ নিতে পারেনি।নব্বইয়ের দশকে দেশটির ক্ষমতার মসনদে বসা তালেবান যোদ্ধারা পঞ্চশিরের নিয়ন্ত্রণ নিতে পরেনি।আশির দশকেও তখনকার পরাশক্তি সোভিয়েত ইউনিয়নের সেনারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিলেও এই পঞ্জশিরে আঘাত হানতে ব্যর্থ হয়।

                           আফগানিস্তান-তালেবানের খবর

#কাবুলে যুক্তরাজ্যের দূতাবাসের কর্মীরা তাদের জন্য কাজ করা আফগানদের যোগাযোগের ঠিকানা এবং আফগানদের চাকরির আবেদনের মতো অন্যান্য শনাক্তকারী তথ্য সহ নথিপত্র রেখে গেছেন। টাইমস পত্রিকার প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ