15 C
আবহাওয়া
১০:১২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি


বিএনএ, ঢাকা: আগামীকাল রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই তিন দিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে বিকাল তিনটা পর্যন্ত।

শনিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে জানান, বোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকের লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর অফিস চলবে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।

এর আগে, সরকারি অফিসের নতুন সময়সূচি ঘোষণা করেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল ৯টা থেকে বিকেলে ৩টা পর্যন্ত অফিস চলবে।

এদিকে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় স্থবির হয়ে পড়ে দেশ। পরে সরকার বাধ্য হয়ে সাধারণ ছুটি ঘোষণা করে দেয় কারফিউ।

সেনাবাহিনী নামার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলে কারফিউ শিথিল করে বুধ ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে খুলে দেওয়া হয় অফিস।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ