বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।
বুধবার (২৭ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো রিপোর্টে একথা জানানো হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ২৫৯ জনের নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা পজিটিভ আসে। নতুন শনাক্তদের মধ্যে শহরের ১৮ ও ছয় উপজেলার ১৩ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ লোহাগাড়ায় ৬ জন, হাটহাজারী ও বাঁশখালীতে ২ জন করে এবং ফটিকছড়ি, সাতকানিয়া ও কর্ণফুলী উপজেলায় একজন করে রয়েছেন।
জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৪৫৭ জন। এদের মধ্যে শহরের ৯৩ হাজার ৬৩৪ ও গ্রামের ৩৪ হাজার ৮২৩ জন।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছে ১ হাজার ৩৬৭ জন।
বিএনএনিউজ/এইচ.এম।