বিএনএ, চট্টগ্রাম: আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর শীর্ষস্থানীয় আলেমেদ্বীন, ওস্তাজুল ওলামা, শায়খুল মাশায়েখ, নায়েবে আ’লা হযরত আল্লামা ইদ্রিস রেজভী (১১৫) ২৭ জুলাই মঙ্গলবার বিকাল ৪.৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহী রা’জিউন)।
২৮ জুলাই বুধবার সকাল ১১ টায় বোয়ালখালী শ্রীপুর বুড়া মসজিদ প্রাঙ্গণে জানাযার নামায অনুষ্ঠিত হবে।
শোক প্রকাশ
তার ইন্তেকালে আহলে সুন্নাতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা আবদুল করীম সিরাজনগরী, শায়খুল হাদিস কাজী মুহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নুরী, পীরে তরিক্বত সৈয়দ মুহাম্মদ মছিহুদ্দৌলা, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান, মহাসচিব আল্লামা এম এ মতিন, আন্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট সহ-সভাপতি আলহাজ মুহাম্মদ মহসীন, জেনারেল সেক্রেটারী আলহাজ মুহাম্মদ আনোয়ার হোসেন, পীরে তরিকত আল্লামা কাজী আব্দুস শকুর নক্শবন্দি, পীরে তরিকত সৈয়দ মুহাম্মদ সাইফুদ্দীন আহমদ আল-মাইজভান্ডারী, পীরে তরিক্বত সৈয়দ বদরুদ্দোজা বারী, অধ্যক্ষ আল্লামা সৈয়দ অছিউর রহমান আলকাদেরী, আল্লামা হাফেজ সোলায়মান আনসারী, শায়খ আল্লামা আবু সুফিয়ান খাঁন আলকাদেরী, স উ ম আব্দুচ সামাদ, সৈয়দ মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন আলকাদেরী, আল্লামা ড. সৈয়দ এরশাদ আহমদ আল বোখারী, এড. মোছাহেব উদ্দিন বখতেয়ার, আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম, আল্লামা মাসউদ হোসাইন আলক্বাদেরী আনজুমানে খোদ্দামুল মোসলেমীন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ সাহাবুদ্দীন চৌধুরী, কাজী মুহাম্মদ সোলাইমান চৌধুরী, মাওলানা মুহাম্মদ আবদুল মতিন, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়্যব আলী, আল্লামা নুর মুহাম্মদ আলকাদেরী, পীরজাদা গোলামুর রহমান আশরফ শাহ্, পীরে তরিক্বত আল্লামা ছাদেকুর রহমান হাশেমী, অধ্যক্ষ ইসমাইল নোমানী, অধ্যক্ষ বদিউল আলম রেজভী, অধ্যক্ষ আবু তালেব বেলাল, গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, এড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, মুহাম্মদ ফিরোজ আলম খোকন, শাহ্জাদা মাওলানা কাযী আবুল এরফান হাশেমী, কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী, আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী, মাস্টার মুহাম্মদ ইছমাইল হোসেন, আন্জুমানে রজভীয়া নুরীয়া ট্রাস্ট সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী, হিজরী নববর্ষ উদ্যাপন পরিষদের মহাসচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাতের মহাসচিব আল্লামা ইকবাল হোসাইন আলকাদেরী, রজভীয়া নুরীয়া ইসলামী সাংস্কৃতিক ফোরামের সভাপতি শায়ের মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মহাসচিব শায়ের নাজিম উদ্দিন, মাদ্রাসা ছাত্র ফ্রন্টের চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিস, মহাসচিব মুহাম্মদ মিজানুর রহমান, বিএম ফাউন্ডেশনের নেতৃবৃন্দের মধ্যে মুহাম্মদ শফিউল আলম, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ জাহেদুল আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ রবিউল মোস্তফা প্রমূখ মঙ্গলবার( ২৭ জুলাই) যুক্ত বিবৃতিতে বলেন, নায়েবে আ’লা হযরত আল্লামা ইদ্রিস রেজভী দেশব্যাপী ইসলামের শ্বাশত মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। সুন্নি জনতা একজন সর্বোচ্চ অভিভাবককে হারিয়েছেন। তাঁর ইন্তেকালে সুন্নি অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। সুন্নি জনতা তাঁর অবদানকে চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। নেতৃবৃন্দ হুজুরের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
চট্টগ্রাম দারুল মুস্তফা মডেল মাদ্রাসা
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর শীর্ষ আলেমেদ্বীন, ওস্তাজুল ওলামা, নায়েবে আ’লা হযরত আল্লামা ইদ্রিস রেজভীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেন চট্টগ্রাম দারুল মুস্তফা মডেল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক আলহাজ মুহাম্মদ নঈমুল ইসলাম পুতুল, মাদ্রাসার সুপার মাওলানা মোরশেদুল আলম আলকাদেরী সহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। সকলেই মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।প্রেসবিজ্ঞপ্তি
বিএনএনিউজ, এসজিএন