22 C
আবহাওয়া
৮:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » এনআইডি নিয়ে গেলেই ইউনিয়ন পর্যায়ে মিলবে টিকা

এনআইডি নিয়ে গেলেই ইউনিয়ন পর্যায়ে মিলবে টিকা


বিএনএ, ঢাকা: করোনারভাইরাসের (কোভিড-১৯) টিকা আগামী ৭ই আগস্ট থেকে জাতীয় পরিচয় পত্র নিয়ে গেলেই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাওয়া যাবে।জাতীয় পরিচয় পত্র না থাকলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।

মঙ্গলবার(২৭জুলাই) সচিবালয়ে করোনা সংক্রমণ রোধে করণীয় বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  মন্ত্রীদ্বয় জানান, ৫ই আগস্ট পর্যন্ত চলবে কঠোর বিধিনিষেধ। এর আগে শিল্প কারখানা খুলছে না।

এসময় তারা বলেন, ৫০ বছরে বেশি জনগণকে টিকার আওতায় আনার জন্য নির্দেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে, অনলাইনে টিকা কার্যক্রম সমস্যা হলে জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেই টিকা দেয়া হবে।এছাড়া ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত , মৃত্যু

বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ।  প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

বিএনএনিউজ/এসজিএন

Loading


শিরোনাম বিএনএ