29 C
আবহাওয়া
১২:২৫ পূর্বাহ্ণ - জুন ৩০, ২০২৪
Bnanews24.com
Home » আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ

আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ

ময়মনসিংহে সংঘর্ষে নিহত এক

ঢাকা:  মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়েছে। বুধবার (২৬ জুন ২০২৪ ) রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের মুন্সিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মোল্লাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থকরা সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার সমর্থক শওকতের অনুসারিদের ওপর উপর এ হামলা চালায়। রিপন ও কল্পনা দুজনই স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এ ঘটনায় গুলিবিদ্ধ বাবুল বেপারী (৪৭), ইখতিয়ার বেপারী (২৬), আব্দুর রব (৫৫), মহিউদ্দিন শেখ (৩৪) ও আসলাম মোল্লাকে (৫০)।

গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকায় নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে নিয়ে রিপন পাটোয়ারী ও কল্পনার অনুসারিদের আগে থেকেই বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাতে রিপন চেয়ারম্যানের সমর্থক আলআমিন, অনিক, রিয়ন, মেহেদীসহ ১০/১২ জনের একটি দল মুন্সিকান্দি এলাকায় অবস্থানরত প্রতিপক্ষ কল্পনার অনুসারি শওকতের সমর্থকদের উপর হামলা ও গুলিবর্ষণ করে। পরে স্থানীয়রা গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা .এস এম কালাম প্রধান বলেন, ‘৫ জনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছিল। তাদের হাত–পাসহ বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল হাসান বলেন, ‘পূর্ব বিরোধের জেরে এক পক্ষের হামলায় গুলিবিদ্ধের খবর পাওয়া গেছে। খবর পেয়ে তাৎক্ষিক ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আহা,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ