18 C
আবহাওয়া
১২:৫১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » লেবাননে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ

লেবাননে ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে হিজবুল্লাহ

ইসরায়েলি ড্রোন

বিএনএ, বিশ্বডেস্ক : দক্ষিণ লেবাননে ইসরাইল সীমান্তের কাছে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে হিজবুল্লাহ গ্রুপ।

সোমবার (২৬ জুন) এক বিৃবতিতের ইরান সমর্থিত গ্রুপটি জানায়, দক্ষিণে জিবকিনের কাছে লেবাননের আকাশসীমায় প্রবেশ করা একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

তবে এর বেশি তথ্য দেয়নি গ্রুপটি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের একটি ড্রোন লেবাননের ভূখণ্ডে নিয়মিত কার্যকলাপের সময় পড়ে ছিল।

চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, হিজবুল্লাহ সেখানে ‘ইসরায়েলি ভূখণ্ডে’ দুটি তাঁবু স্থাপন করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হিজবুল্লাহ তার সামরিক শক্তি প্রদর্শনের জন্য মে মাসে ইসরায়েলের সাথে দেশটির দক্ষিণ সীমান্তের কাছে সামরিক মহড়া চালিয়েছিল।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ