বিএনএ, স্পোর্টস ডেস্ক : ২০২৪ সালের জুন পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট রিয়ালের হয়েই খেলবেন ২০১৮ সালের ব্যালন ডি’অর জয়ী মদ্রিচ। রিয়াল মাদ্রিদে থাকার জন্য এক বছরের নতুন চুক্তিতে সই করেছেন ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার।
তবে আলোচনা ছিল সৌদি আরবে যোগ দেওয়া নিয়ে। আল-হিলালের পক্ষ থেকে ৩৭ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডারের সামনে ছিল বার্ষিক ১০০ মিলিয়ন ইউরোর লোভনীয় প্রস্তাব। কিন্তু শেষ পর্যন্ত রিয়ালে থাকার সিদ্ধান্তই নিলেন মদ্রিচ।
৩৭ বছর বয়সী মদ্রিচ ২০১২ সালে টটেনহ্যাম থেকে আসার পর রিয়ালের হয়ে ৪৮৮টি ম্যাচ খেলেছেন, তিনটি লা লিগা শিরোপা ও পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন।
তিনি ২০১৮ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন এবং ক্রোয়েশিয়া বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল।
স্পেনের রাজধানীতে নতুন চুক্তিঘোষণার পর মদ্রিচ লিখেছেন, ‘হোম সুইট হোম’।
বিএনএনিউজ/এইচ.এম।