20 C
আবহাওয়া
১০:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » পদ্মা সেতুতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া ব্যক্তিকে খুঁজছে পুলিশ

পদ্মা সেতুতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া ব্যক্তিকে খুঁজছে পুলিশ


বিএনএ ডেস্ক : পদ্মা সেতু পাড়ি দেওয়ার সময় সেতুতে উঠে প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যুবককে খুঁজছে পুলিশ।  তাকে আটক করতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি কাজ করছে। তবে এখনও ওই যুবকের পরিচয় চিহ্নিত করতে পারেনি পুলিশ।রোববার (২৬ জুন) সিআইডির সদর দপ্তরের বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর তথ্য জানান।

তিনি বলেন,  উদ্দেশ্যমূলকভাবে ওই ব্যক্তি বা যুবক পদ্মা সেতুতে উঠে প্রকৃতির ডাকে সাড়া দিয়েছে। সে উল্টা দিকে ফিরে থাকায় তাকে চিহ্নিত করতে একটু কষ্ট হচ্ছে। এ ঘটনায় পদ্মা সেতু এলাকার সিসিটিভির ভিডিও ফুটেজ দেখা হচ্ছে। আমরা কিছু তথ্য পেয়েছি। তাছাড়া ছবিতে যে মটর সাইকেল দেখা গেছে সেটা চিহ্নিত করার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।

পদ্মা সেতুতে মোটর সাইকেল থামিয়ে এক ব্যক্তি প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছে, এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ওই ব্যক্তি চিহ্নিত করতে মাঠে নামে আইন শৃঙখলা বাহিনী।

গতকাল শনিবার (২৫ জুন) বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। রোববার (২৬ জুন) ভোর থেকেই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছে। প্রথম আট ঘণ্টায় ১৫ হাজার ২০০টি যান এই সেতু পার হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব ৩০ নভেম্বরের মধ্যেই জমা দিতে হবে সহ:প্র.শিক্ষকের ৯৫৭২ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল : সোমবার হাজির হচ্ছেন সাবেক ১০ মন্ত্রীসহ ১৪ জন ব্রিটিশ হাইকমিশনার সকাশে বিএনপির প্রতিনিধি দল আয়কর রিটার্ন দাখিলের সময় বেড়েছে জবাবদিহিমূলক ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে--ভূমি উপদেষ্টা প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকতে চায় না অন্তর্বতী সরকার- উপদেষ্টা ফরিদা পাবর্ত্যবাসীকে মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে হবে-উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আলুর কেজি ৪০০ টাকা! সপ্তাহে চারদিন ২৪ ঘণ্টা খোলা থাকবে চট্টগ্রাম বিমানবন্দর