19 C
আবহাওয়া
২:৩৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মগবাজারে বিকট বিস্ফোরণ : নিহত ২, আহত ২৮

মগবাজারে বিকট বিস্ফোরণ : নিহত ২, আহত ২৮

মগবাজারে ভবনে বিকট বিস্ফোরণ: বহুহতাহতের আশংকা

বিএনএ, ঢাকা: রাজধানীর মগবাজার ওয়ারলেস গেটে বিকট বিস্ফোরণে তিনতলা একটি ভবন প্রায় ১০/১২ফিট নিচের দিকে দেবে গেছে। রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় আড়ংয়ের শোরুমের সামনে এ ঘটনা ঘটে। মালিবাগ মৌচাক ফ্লাইওভারের নিচের এ ঘটনায় প্রাথমিকভাবে ২জন নিহত ও  অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান। 

এ বিস্ফোরণে গুরুতর আহত ১০ জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে, ১৮জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বিস্ফোরণের কারণ জানা যায় নি। বিস্ফোরণের শব্দ দু-তিন কিলোমিটার দূর থেকে শোনা যায়।

আহতদের অনেকেই আগুনে পুড়েছেন, কারো হাত পা কেটেছে ও মাথা ফেটেছে, ঘটনাস্থল রক্তে রঞ্জিত হয়ে পড়েছে। একটি তিনতলা ভবনের নিচতলা সম্পূর্ণ বিধ্বস্ত হয়। ঘটনার সময় মগবাজার সড়ক দিয়ে চলাচলরত অনেক বাস ও কারের কাঁচের জানালা ভেঙ্গে গেছে। বিকট শব্দের এ ঘটনার পর আহত মানুষের আর্তনাদে ভীতিকর পরিস্থিতির সৃষ্ঠি হয়।

এ বিষয়ে তেজগাঁও জোন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বিদ্যুৎ জানান, ফায়ার সার্ভিসের ৪/৫ ইউনিট ঘটনাস্থলে কাজ করছে ।
বিএনএনিউজ২৪,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ