22 C
আবহাওয়া
৩:৫৩ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » লক্ষীপুরে ঘর চাপায় শিশু নিহত

লক্ষীপুরে ঘর চাপায় শিশু নিহত


বিএনএ, লক্ষীপুর : ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লক্ষ্মীপুরের রামগঞ্জে টিনের ঘর চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত শিশুটির নানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সোমবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নে দক্ষিণ চাঙ্গিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম নিস্পু (৭)। সে ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শারমিন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে লোক গেছে। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে রিপোর্ট পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের দেবুর বাড়ির পাশে গরুর ব্যাপারি ছাকায়েত উল্যার বাড়ির লুৎফর রহমানের টিনের বসতঘরটি ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে। এ সময় ঘরে থাকা শিশুটি ও তার নানি হোসনেয়ারা বেগম (৬৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিএনএনিউজ/ এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গুম-খুন-হত্যায় জড়িতরা নির্বাচন করতে পারবেন না: ড. বদিউল আলম মজুমদার আগামী বাজেটে করের বিষয়গুলো ভালোভাবে সমন্বয় করা হবে: অর্থ উপদেষ্টা অনুপ কুমার চাকমা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান নাটোরে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শিল্পী সমিতি থেকে আজীবন বহিষ্কৃত নিপুণ যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গাজায় প্রবেশ করল ৯১৫ ত্রাণবাহী ট্রাক মেনিনজাইটিস টিকা না পেয়ে পান্থপথে সড়ক অবরোধ সাবেক এমপি সালাউদ্দিনকে বহিষ্কারের দাবিতে ঝাড়ু মিছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট