বিএনএ, লক্ষীপুর : ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লক্ষ্মীপুরের রামগঞ্জে টিনের ঘর চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত শিশুটির নানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সোমবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার ৫ নম্বর চন্ডিপুর ইউনিয়নে দক্ষিণ চাঙ্গিরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম নিস্পু (৭)। সে ওই গ্রামের লুৎফর রহমানের ছেলে।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শারমিন ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনাস্থলে লোক গেছে। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে রিপোর্ট পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের দেবুর বাড়ির পাশে গরুর ব্যাপারি ছাকায়েত উল্যার বাড়ির লুৎফর রহমানের টিনের বসতঘরটি ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ভেঙে পড়ে। এ সময় ঘরে থাকা শিশুটি ও তার নানি হোসনেয়ারা বেগম (৬৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশুটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিএনএনিউজ/ এইচ.এম/এইচমুন্নী