১:২৫ পূর্বাহ্ণ - এপ্রিল ২২, ২০২৫
Bnanews24.com
Home » রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী

রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী


বিএনএ ডেস্ক :  ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া  তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন।

সোমবার (২৭ মে) আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে  ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একটি রাজনৈতিক দল হলেও তারা মানবিক কোনও কর্মসূচিতে মাঠে থাকে না। বিভিন্ন সময় সহায়তার নামে ফটো সেশনে ব্যস্ত থাকে।

তিনি বলেন, ‘পরিস্থিতি একটু স্বাভাবিক হলে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের যাওয়ার আগ্রহের কথা জানিয়েছেন।’

বিএনএ / ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ