15 C
আবহাওয়া
৪:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » বশেমুরবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৭ শতাংশ

বশেমুরবিপ্রবিতে গুচ্ছভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৭ শতাংশ


বিএনএ, বশেমুরবিপ্রবি : গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) কেন্দ্রে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল শতকরা প্রায় ৯৭ ভাগ। বিশ্ববিদ্যালয় কেন্দ্রে  ৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্য ৩৪৮ জন অংশগ্রহণ করেন।

পরীক্ষা শুরুর পর ভাইস-চ্যান্সলর প্রফসর ড. এ. কিউ. এম. মাহবুব বিশ্ববিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলের নিকট সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, আগামী ৩ জুন ২০২৩ তারিখ ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের গুচ্ছভুক্ত ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিএনএ/ মুহা. ফাহীসুল হক ফয়সাল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ