29 C
আবহাওয়া
৩:৩১ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে শ্যালিকাকে খুন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার

চট্টগ্রামে শ্যালিকাকে খুন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের ভুজপুরে  শ্যালিকাকে হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামী মো: শাহ পরান(৩২)’কে  ১৩ বছর পর গ্রেফতার করেছে র‌্যাব-৭। শুক্রবার(২৬ মে) রাউজান হতে তাকে গ্রেফতার করা হয়।

মোঃ শাহপরান (৩২) ভুজপুর থানাধীন পূর্ব হাসনাবাদের নূর মোহাম্মদের ছেলে।

র‌্যাব- ৭ জানায়, শাহ পরান এবং নিহতের বড় বোন দেলোয়ারা বেগম ২০১০ সালের জানুয়ারি মাসে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর হতে শাহ পরান তার স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করত। দেলোয়ারা বেগম স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বিয়ের কিছুদিন পর স্বামীকে তালাক দিয়ে বাবার বাড়িতে চলে আসে। এতে ক্ষিপ্ত হয়ে আসামী শাহ পরান দেলোয়ারা বেগমকে বিভিন্ন সময় প্রাণে মেরে ফেলার হুমকি দিত।

২০১০ সালের ১ এপ্রিল  দেলোয়ারা বেগম ও তার ১০ বছর বয়সী ছোট বোন ফারহানা ইয়াছমিন ওরফে রিকা মনি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লে ভোরের দিকে শাহপরান তার ভগ্নিপতি নাসিরসহ দেলোয়ারা বেগমকে হত্যার উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে। শাহপরান ঘুমন্ত দেলোয়ারা বেগমের বুকের ডান পাশে চুরিকাঘাত করে গুরুতর আহত করে। এসময় দেলোয়ারা বেগমের চিৎকারে তার মা এবং ছোট বোন ফারহানা ইয়াছমিন ঘুম থেকে জেগে আসামীদের বাধা দেয়ার চেষ্টা করলে আসামী শাহপরান ফারহানার পেটে  ছুরিকাঘাত করে।  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ভুজপুর থানায় দুই জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ৯ এপ্রিল আদালত শাহপরানকে মৃত্যুদণ্ড দেন।

র‌্যাব-৭ জানতে পারে যে,  শাহপরান রাউজান থানাধীন নোয়াপাড়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব ওই স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

শাহপরানকে  সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ