বিনোদন প্রতিবেদন: শুক্রবার(২৬ মে ২০২৩) রাজধানীতে মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত নতুন সিনেমা ‘মা’। ছবির প্রথম শো দেখার জন্য ৮মাসের ছেলে রাজ্যকে নিয়ে ছুটে যান মিরপুরের সনি স্কয়ারে।
‘মা’ ছবি নিয়ে পরীমনি বলেন, বেশিরভাগ দর্শক নারী দেখলাম। আমার মনে হয়, এটি মায়েদের ছবিতে পরিণত হয়েছে। দারুণ একটি কাজ।
সাংবাদিকদের একপ্রশ্নের জবাবে জবাবে চিত্রনায়িকা পরীমনি বলেন, আমি কি বদলে গেছি? আমার তো মনে হয় কোনো কিছু মাইনাস হয়নি, আরও প্লাস হয়েছে। মাতৃত্ব যোগ হয়েছে। মাতৃত্ব তো অনেক দারুণ কিছু। অন্যরকম অভিজ্ঞতা।
‘মা’ ছবির গল্পটা মুক্তিযুদ্ধের সময়কার। এই ছবিতে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।
বিএনএনিউজ২৪,জিএন