সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু ছালেহ।
বৃহস্পতিবার (২৭মে) সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু তালেব এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২২ উপলক্ষে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়ন এর মনোনয়ন প্রত্যাশী তিন জন এর মধ্যে মোঃ মাহমুদুল হক এর মনোনয়নপত্র আপিল অথরিটি কর্তৃক বাতিল হয়।
বৈধ প্রার্থী দুইজনের মধ্যে মোঃ নজরুল ইসলাম মানিক নির্ধারিত তারিখের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেন বিধায় একক প্রার্থী থাকায় মোহাম্মদ আবু ছালেহ, পিতা- এনামুল হক, মাতা- রওশন আরা বেগমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা হয়।
সাতকানিয়ার আরও খবর : ইউনিয়ন পর্যায়ে বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হচ্ছেন-ইউএনও সাতকানিয়া
বিএনএ,এসএমএনকে, জিএন