বিএনএ, ঢাকা (আদালত প্রতিবেদক): পল্টন থানায় করা নাশকতার মামলায় ‘কথিত শিশুবক্তা’ রফিকুল ইসলামের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (২৭ মে ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে তাকে কারাগার থেকে ভার্চুয়াল ভাবে উপস্থিত করা হয়।এসময় পল্টন থানায় করা নাশকতার মামলায় তাকে গ্রেফতার দেখানোপূর্বক সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ্য,গত ৮ এপ্রিল নেত্রকোনার নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম আটকের পর গাছা থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে র্যাব। এ সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।তার বিরুদ্ধে একই আইনে গাজীপুরের বাসন থানায় আরেকটি মামলা হয়েছে।মামলায় তাকে আদালতে তোলা হলে আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।রিমান্ড শেষে আদালত তাকে কারাগারে পাঠান।বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।তার বিরুদ্ধে চলমান মামলা পাঁচটি।
বিএনএ নিউজ/এসবি, ওজি