21 C
আবহাওয়া
৮:১০ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রাম নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

চট্টগ্রাম নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

বিএনএ,চট্টগ্রাম:চট্টগ্রাম নগরীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।এদের মধ্যে ২ শিশুও রয়েছে।বুধবার (২৬ মে) রাত ২টার দিকে বন্দর থানার ফ্রিপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. রায়েল (৩০), নাজু (২৮), শিপন (৩০), লামিয়া (৩) ও জিহাদ (৬)। এদের মধ্যে নাজু ও মো. রায়েল, স্বামী-স্ত্রী। জিহাদ ও লামিয়া তাদের ছেলে-মেয়ে এবং শিপন রায়েলের ভাই।বর্তমানে তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে।

সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।তিনি বলেন, রাত আড়াইটার দিকে বন্দর থানা এলাকা থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে  তাদেরকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে দেন জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ