বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের চকরিয়া উপজেলা থেকে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫। বৃহস্পতিবার (২৭) সকাল সাত টার দিকে উপজেলার ফুল ছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক বশির আহাম্মদ (৪৮) উখিয়া উপজেলার পালংখালী ৮ নং ওয়ার্ডের নলবুনিয়া এলাকার আমিরুজ্জামানের ছেলে।
বিষয় টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম খাঁন।
তিনি জানান, গোপনে সংবাদের ভিক্তিতে উপজেলার ফুলছড়ি এলাকায় অভিযান চালায় র্যাবের একটি টিম। এসময় দীর্ঘ পাঁচ বছরের হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা আছে।
আটকের পর তাকে উখিয়ায় থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
বিএনএনিউজ/এইচ এম ফরিদুল আলম শাহীন/এইচ.এম।