26 C
আবহাওয়া
৫:১৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » গাসিক নির্বাচন : মনোনয়নপত্র নিলেন জাহাঙ্গীর

গাসিক নির্বাচন : মনোনয়নপত্র নিলেন জাহাঙ্গীর

জাহাঙ্গীর আলম

বিএনএ, গাজীপুর : আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (২৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে তাদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মো. মোখলেছুর রহমান।

আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার পর্যন্ত আগ্রহীরা মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন।

জাহাঙ্গীর আলম বলেন, আমাকে ভালোবেসে আমার কর্মীরা আমার মা এবং আমার পক্ষে বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামীকাল দুপুরের দিকে মনোনয়ন ফরম জমা দেওয়া হবে।

ক্ষমতার অপব্যবহার, বিধিনিষেধ পরিপন্থি কার্যকলাপ, দুর্নীতি ও ইচ্ছাকৃত অপশাসনের অভিযোগে ২০২১ সালের নভেম্বরে গাজীপুর সিটির মেয়র পদ থেকে জাহাঙ্গীরকে সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ