26 C
আবহাওয়া
১২:৪২ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে জরিমানা

ফেনীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে জরিমানা


বিএনএ, ফেনী : ক্ষতিপূরণ দিতে গড়িমসি করায় ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে ফেনী সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে দশহাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ে অভিযোগের শুনানী অনুষ্ঠিত হয়।

এতে ভোক্তার অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ভাঙ্গা টিভির ক্ষতিপূরণ বাবদ ১০ হাজার টাকা জরিমানা করেন জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল চাকমা।

সহকারি পরিচালক জানান, গত বছরের ১২ অক্টোবর জেলার পরশুরাম থেকে সুন্দরবন কুরিয়ারে একটি টিভি মেরামতের জন্য ঢাকায় পাঠান অভিযোগকারি ব্যক্তি। ঢাকায় টিভি গ্রহণ করার সময় দেখেন সেটি ভাঙ্গা। এসময় তিনি টিভিটি গ্রহণ না করে এর ক্ষতিপূরণের জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাছে আবেদন করেন। কিন্তু ঘটনার ছয়মাস অতিবাহিত হওয়ার পরও  তিনি বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ক্ষতিপূরণ না পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরে অভিযোগ করেন।

শুনানীতে অভিযোগকারী এবং অভিযুক্ত প্রতিষ্ঠানের সহকারী মহাব্যবস্থাপক অংশ নেন। এসময় প্রতিষ্ঠানটি নিজেদের অবহেলার কথা স্বীকার করে টিভির ক্ষতিপূরণ বাবদ ১০ হাজার টাকা প্রদান করে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ