29 C
আবহাওয়া
১:৩১ পূর্বাহ্ণ - এপ্রিল ২১, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশ ছাড়ার আগে যা বললেন হামজা

বাংলাদেশ ছাড়ার আগে যা বললেন হামজা

বাংলাদেশ ছাড়ার আগে যা বললেন হামজা

বিএনএ, স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের হয়ে  ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলেছেন হামজা চৌধুরী। ম্যাচ শেষে দলের সঙ্গে দেশে ফিরে এক রাতের মধ্যেই যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা দেন শেফিল্ডের এই তারকা মিডফিল্ডার। তবে যাওয়ার আগে জানিয়ে দিয়েছেন, জুনে আবারও বাংলাদেশে আসবেন তিনি। বিমানবন্দরে পরিবারের সঙ্গে শেষবার দেখা করেন হামজা।

আজ সকালে ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন।  দেশ ছাড়ার আগে এক সংক্ষিপ্ত বার্তায় সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘ধন্যবাদ সকলকে।

ইনশাআল্লাহ, জুনে আবারও আসবো। আমার জন্য দোয়া করবেন। পরবর্তী দুটি বড় ম্যাচে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে।’

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। ঐ ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। বাফুফে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করতে চায়। তবে স্টেডিয়ামের সংস্কার কাজ এখনো চলছে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ