25 C
আবহাওয়া
৫:২৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে আট মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে আট মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে আট মামলার আসামি গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামে ৮ মামলার পলাতক আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুর ২টায় নগরীর পাহাড়তলীর মধ্যম সরাইপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার গিয়াস উদ্দীন (৩৫) ফেনী জেলার দাগনভূঞা থানার জয়লস্কর এলাকার মৃত আব্দুল মালেক ওরফে কালু মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আন্তঃজেলা ডাকাত দলের সর্দার গিয়াস উদ্দিনকে সরাইপাড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানা যায়। তার বিরুদ্ধে ফেনীর বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, হত্যা চেষ্টা এবং সরকারি সম্পতির ক্ষতিসাধনসহ ৮টি মামলা রয়েছে।

গ্রেপ্তার আসামিকে ফেনীর দাগনভূঞা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ