স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল বাংলাদেশ সফরে রয়েছেন। বুধবার(২৭মার্চ) ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমে ব্যাট করে ২৬.২ ওভার খেলে ৮৯ রানে অল আউট হয়ে যায়।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জবাবে খেলতে নেমে অস্ট্রেলিয়ার নারীরা হেসে খেলে মাত্র ১৮দশমিক ৩ ওভার খেলে ২ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করে। ফলে ৮উইকেটের বিশাল জয় পেয়েছে তারা।
বুধবার অস্ট্রেলিয়ার কিম গার্থ ৭ ওভারে ৩ উইকেট, আসলেই গার্ডেনার ৬.২ ওভারে ৩ উইকেট, পেরি ও মলিনেক্স ২ উইকেট করে লাভ করেন।
এরআগে প্রথম ম্যাচে ২ উইকেটে ৭০ থেকে ৯৫ রানে অলআউট বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ৪৫ ওভার খেলেও ৯৭ রানের বেশি করতে পারেনি স্বাগতিক দল।
এসজিএন