16 C
আবহাওয়া
৫:০৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » উখিয়ায় অস্ত্রসহ যুবক আটক

উখিয়ায় অস্ত্রসহ যুবক আটক

উখিয়ায় অস্ত্রসহ যুবক আটক

বিএনএ, কক্সবাজার : কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১৫। আটক যুবক পালংখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গজুঘোনা এলাকার আবদুর রহিমের ছেলে সাইফুল ইসলাম বাবুল (২৫)। সোমবার (২৭ মার্চ) বিকেলে র‍্যাব -১৫’র সহকারী পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম) মোঃ শামসুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাব -১৫ কক্সবাজার সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের অভিযানিক দল ২৬ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় আটককৃত অস্ত্রধারী যুবক র‍্যাব দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে আটককৃত যুবকের দেহ তল্লাশী করে লাইসেন্সবিহীন একটি দেশীয় তৈরী এল.জি (অস্ত্র) উদ্ধার করা হয়।

র‍্যাব কর্মকর্তা শামসুল বলেন, গ্রেফতারকৃত আসামী একজন অস্ত্রধারী সন্ত্রাসী। সে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন এলাকার লোকজনদের মধ্যে প্রভাব বিস্তারের মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে।

উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসীর বিরুদ্ধে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

বিএনএনিউজ/ শাহীন, বিএম

Loading


শিরোনাম বিএনএ