15 C
আবহাওয়া
৭:৪৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » এ আর রহমানের কনসার্টের টিকিটের মূল্য কত?

এ আর রহমানের কনসার্টের টিকিটের মূল্য কত?

এ আর রহমানের কনসার্টের টিকিটের মূল্য কত?

বিএনএ ডেস্ক, ঢাকা: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশেষ কনসার্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। আগামী ২৯ মার্চ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে কনসার্ট অনুষ্ঠিত হবে। এ আয়োজনে বিশেষ আকর্ষণ অস্কার জয়ী ভারতীয় সংগীত তারকা এ আর রহমান।

প্রশ্ন হলো এর আর রহমানের এই কনসার্টের টিকেটের মূল্য কত? কারা উপভোগ করার সুযোগ পাবেন বিশেষ এই কনসার্ট।

বিসিবির পক্ষ থেকে জানানো হয়, সোমবার সকাল থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামে কনসার্টের টিকিট বিক্রি শুরু হবে। ১ হাজার, ৫ হাজার ও ১০ হাজার টাকার তিন ক্যাটাগরির এই টিকিট নির্ধারণ করা হয়েছে।

বিসিবি জানায়, বিশেষ এই কনসার্টে এ আর রহমানের সঙ্গে দর্শকদের আনন্দে মাতাবেন কণ্ঠশিল্পী মমতাজ। থাকবে জনপ্রিয় ব্যান্ড মাইলসের পরিবেশনা।

উল্লেখ্য ২০২০ সালে এই কনসার্ট আয়োজন করার কথা ছিল। তবে করোনা পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। কনসার্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ