বিএনএ ডেস্ক, ঢাকা: আইপিএল’র দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লির সামনে ১৭৮ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। দলীয় ৭২ রানেই প্রথম সারির পাঁচ উইকেট খুইয়ে ফেলে দিল্লি। মুম্বাইয়ের জয় তখন মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। মুম্বাই এর বড় অস্ত্র জাসপ্রিত বুমরাহর তিন ওভার হাতে ছিল তখনও। তাতে কি ক্রিকেট অনিশ্চয়তার খেলা। সব সমীকরণ বদলে দিলেন অক্ষর প্যাটেল ও ললিত যাদব। ঝড়ো গতিতে খেলে জয় নিয়ে মাঠ ছাড়ে দিল্লি।
রোববার (২৭ মার্চ) মুম্বাইয়ের বেবোর্ন স্টেডিয়ামে আইপিএল এর দ্বিতীয় ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রান করে মুম্বাই। জবাবে ১০ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় দিল্লি।
ম্যাচ জিতলেও নিজেদের সেরা একাদশ নিয়ে আক্ষেপ ছিল দিল্লির। ইনজুরিতে মাঠ ছাড়া আনরিক নরকিয়া। পাকিস্তানে জাতীয় দলের হয়ে খেলছেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ। কোয়ারেন্টিনে দুই পেসার মোস্তাফিজুর রহমান ও লু্ঙ্গি এনগিডি। ফলে মাত্র দুই জন বিদেশি খেলোয়াড় নিয়ে মাঠে নামতে হয়েছে দিল্লিকে।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৬৭ রানের ওপেনিং জুটি গড়েন রোহিত শর্মা ও ইশান কিষান। এরপর ছোট ছোট জুটিতেই এগিয়ে যায় মুম্বাই। তাতেই লড়াইয়ের পুঁজি মিলে যায় দলটির।
দলের পক্ষে সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন ইসান। ৩২ বলে ৪১ রান করেন রোহিত। এছাড়া তিলাক ভার্মা করেন ২২ রান। দিল্লির পক্ষে ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট পান কুলদিপ যাদব। খলিল আহমেদ পান দুই উইকেট।
বিএনএ/ এ আর