বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু মুখে নয়, মনেপ্রাণে ধারণের আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
২৬ মার্চ লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী ও জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ আহ্বান জানান। হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফসহ প্রবাসী বীর মুক্তিযোদ্ধাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, আমাদের মুক্তির সংগ্রামের প্রেক্ষাপট নতুন প্রজন্মকে জানাতে হবে। ১৯৪৮ সাল থেকে ধারাবাহিকভাবে একটি জাতিকে সুসংগঠিত করে স্বাধিকার আন্দোলন ও স্বাধীনতা অর্জনে কীভাবে প্রস্তুত করা হয়েছিল, কত প্রতিকূলতা ও ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে এ স্বাধীনতা অর্জন তা নতুন প্রজন্মকে জানাতে হবে বলে তিনি উল্লেখ করেন।
শেষে স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী সকল বীর শহিদসহ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।