বিএনএ,ঝিনাইদহ : ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা গ্রামে আবন মন্ডল হত্যা মামলার পলাতক আসামি তারিক মন্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। রোববার ( ২৭ মার্চ ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারিক মন্ডলকে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। আসামি তারিক মন্ডল খাজুরা গ্রামের নিয়ামত মন্ডলের ছেলে।
গ্রেপ্তারের পর তারিক মন্ডল এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রোববার দুপুরে র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় গত ১৩ মার্চ আধিপত্যা বিস্তার ও গ্রাম্য দলাদলির জের ধরে আবন মন্ডলকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতর ছেলে শাহীন হোসেন মন্ডল বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করলে তারিক মন্ডলসহ অন্যান্য আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
বিএনএনিউজ২৪.কম/আতিক/এনএএম
Bnanews24 অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন