বিএনএ, রাঙামাটি: রাঙামাটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) অভিযান চালিয়েছে দুদক। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযান চালান দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়।
জানা যায়, রাঙামাটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ট্রেড ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীদের বিজ্ঞপ্তি অনুসারে দৈনিক যাতায়াত ভাতা ১৫০ টাকা দেওয়ার কথা। কিন্তু সর্বশেষ ব্যাচগুলোকে টাকা দেওয়া হয়নি। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালীন শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম এক হাজার নেওয়া হয়েছে।
এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক (এডি) আকিব রায়হান বলেন, আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানে এসেছি। অভিযানে বেশ কিছু প্রয়োজনীয় নথিপত্র পাওয়া গেছে। এবার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানের সময় রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও আকিব রায়হানসহ দুদকের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনএ/কাইমুল, এমএফ