32 C
আবহাওয়া
৪:৪৩ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশের উন্নয়নের গতিধারার প্রশংসা জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের উন্নয়নের গতিধারার প্রশংসা জাতিসংঘ মহাসচিবের


বিএনএ, ঢাকা : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের অসাধারণ গতিধারার প্রশংসা করেছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) জাতিসংঘ সদর দপ্তরে আন্তোনিং গুতেরেসের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বৈঠকে জাতিসংঘ মহসিচব চলমান বৈশ্বিক সংঘাতসহ আর্থিক, জ্বালানি ও খাদ্য সংকট এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থনের কথাও ‍পুনর্ব্যক্ত করেন।

জাতিসংঘ মহাসচিব জানান, লাটভিয়া, এস্তোনিয়া, বেলজিয়াম ও নেদারল্যান্ডসে সারের কাঁচামালের পর্যাপ্ত মজুদ রয়েছে, যা বাংলাদেশ সাশ্রয়ী মূল্যে আমদানির কথা বিবেচনা করতে পারে। জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন, বাংলাদেশ এই সুযোগ কাজে লাগানোর কথা বিবেচনা করবে।

বৈঠকে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

Loading


শিরোনাম বিএনএ