বিএনএ বিনোদন ডেস্ক: চলচ্চিত্র শিল্পি সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড-এর নির্বাচনে ফের বাজিমাত করেছেন চিত্র নায়িকা রত্না। দ্বিতীয়বারের মত সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঢালিউডের দর্শকপ্রিয় এই নায়িকা। এক বছর মেয়াদি এ নির্বাচনে ২৯৮ ভোট পেয়ে আলোচনায় এসেছেন তিনি। গত নির্বাচনেও সর্বাধিক ৩৪৪ ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হন রত্না।
এবছর বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন, মো. সাফি উদ্দিন সাফি (২৭৫), এম এ কামাল (২৬৬), আজিজ আহমেদ পাপ্পু (২৭৫), জসিম আহমেদ (২৪০), আনোয়ার হোসেন আনু (২২৪), মো. আব্দুল্লাহ জেয়াদ (২১৮), হানিফ আকন দুলাল (২১০), জাহান এম এ রহমান (৩২৬), রত্না কবির (২৯৮) ও শাহ মো. আলমগীর বাচ্চু (২২৭)।
পরপর দুই বার সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়ে দারুণ উচ্ছ্বসিত রত্না। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ভীষণ ভাললাগার মত একটা বিষয়। এই ভাললাগা বলে বোঝানো সম্ভব নয়। সবাই তাকে এত ভালবাসেন সেটা ধারণার বাইরে ছিল তার। বলেন, করোনার কারণে গত মেয়াদে কাজ ঠিকাঠাক করতে পারেননি। যার কারণে এবার ফেল শঙ্কায় ছিলেন তিনি। তবে সবার ভালবাসা পেয়ে কৃতজ্ঞত প্রকাশ করেন রত্না।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১০ মিনিট পর্যন্ত চলে ফিল্ম ক্লাবের ভোটগ্রহণ। এবারের নির্বাচনে ভোটার ছিল ৬১৯ জন। ভোটাধিকার প্রয়োগ করেন ৪৫৭ জন সদস্য।
নির্বাচনে দুটি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রার্থীরা। একটির নেতৃত্বে ছিলেন আতিকুর রহমান লিটন, অপরটির নেতৃত্ব দেন কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।
বিএনএ/রিপন রহমান খাঁন