বিএনএ বিশ্বডেস্ক : ইউক্রেনের জন্য সাড়ে তিনশ’ কোটি ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সহায়তা ইউক্রেনে পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ইউক্রেন ছাড়তে সহায়তার প্রস্তাব দেয় ওয়াশিংটন। তবে জেলেনস্কিকে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে খবর বেরিয়েছে। জেলেনস্কি বলেছেন, নিরাপদে সরে যাওয়ার ব্যবস্থা করার দরকার নেই বরং এখন দরকার গোলা-বারুদ।
এর আগে গতকাল (শুক্রবার) সকালে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, আমরা একা আমাদের দেশকে রক্ষার জন্য লড়াই করছি। বিশ্বের ক্ষমতাধর দেশগুলো দূর থেকে কেবল সবকিছু দেখে যাচ্ছে।
বিএনএ/ওজি