16 C
আবহাওয়া
৫:৫৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২১ পদে প্রার্থী ৪০

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২১ পদে প্রার্থী ৪০

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ২১ পদে প্রার্থী ৪০

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এবার চট্টগ্রামের আইনজীবীরা দুটি প্যানেলে বিভক্ত হয়ে ২১ টি পদের জন্য ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার (২৬ জানুয়ারি) দুই প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন বলে সংশ্লিষ্টসূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে।

ইতিমধ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ জামায়াতে ইসলামি সমর্থিত বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল যৌথভাবে আইনজীবী ঐক্য পরিষদ নামে যৌথ প্যানেল ঘোষণা করে নির্বাচনী মাঠে নেমেছে। বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ তাদের প্যানেল ঘোষণা করে প্রচারণায় নেমেছে।

বাংলাদেশি জাতীয়তাবাদী ভাবধারা ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী দাবি করা আইনজীবী ঐক্য পরিষদ সম্পাদকীয় ১০ টি ও নির্বাহী সদস্যপদের ১১টি পদের মধ্যে সবকটি পদে প্রার্থী দিয়েছে। অপরদিকে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করা আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সম্পাদকীয় ও নির্বাহী সদস্যপদের সবকটিতে প্রার্থী ঘোষণা দিয়েছিলো। পরে নির্বাচন কমিশন নির্বাহী সদস্যপদের দুইজনের প্রার্থিতা বাতিল করেছে।

মুখ্য নির্বাচনী কর্মকর্তা অ্যাডভোকেট মোহাম্মদ সোলায়মান বলেন, সহ-সাধারণ সম্পাদক প্রার্থী আক্তারুজ্জামান রোমেল ও সাংস্কৃতিক সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার চৌধুরী নামে দুইজন তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে সম্পাদকীয় ১০ টি পদে প্রার্থী সংখ্যা ২০ ও নির্বাহী সদস্যপদের ১১ পদের মধ্যে প্রার্থীসংখ্যা ২০ জন।

নির্বাচনী কর্মকর্তা মো. নুরুদ্দিন আরিফ চৌধুরী বলেন, কাল (মঙ্গলবার) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

দুই প্যানেল সূত্রে জানা গেছে, আইনজীবী ঐক্য পরিষদের সাত্তার-হাসান-বারী প্যানেলে ও সমন্বয় পরিষদ রশীদ-জাবেদ-মাহতাব প্যানেল ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে দুই প্যানেলের প্রার্থীদের প্রচারণায় আদালত এলাকা সরব হয়ে উঠেছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ