16 C
আবহাওয়া
৪:২২ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৯, ২০২৫
Bnanews24.com
Home » তাবলীগের সাদপন্থিদের ২৩ জনের জামিন বহাল

তাবলীগের সাদপন্থিদের ২৩ জনের জামিন বহাল

আজ থেকে ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান নয় : আপিল বিভাগ

বিএনএ, ঢাকা : ইজতেমা মাঠে তাবলীগের দুই পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার (২৭ জানুয়ারি) আপিল বিভাগ এ আদেশ দেয়।

এর আগে, গত ৮ জানুয়ারি ঢাকার টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগ জামাতের দু’পক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের প্রধান মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে জামিন দেয় হাইকোর্ট।

মামলায় পুলিশ প্রতিবেদন দেওয়া পর্যন্ত তাদের এই জামিন দেয়া হয়।

গেল ১৭ ডিসেম্বর ইজতেমা মাঠে সংঘর্ষ ও নিহত হওয়ার ঘটনায় গত ১৯ ডিসেম্বর মামলা করেন মাওলানা জোবায়েরের অনুসারী এস এম আলম হোসেন নামের এক ব্যক্তি।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ