16 C
আবহাওয়া
৪:৪৭ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৯, ২০২৫
Bnanews24.com
Home » সেতুর টোল আদায়ে দেরী করায় বিএনপি নেতার হাতে লাঞ্ছিত কর্মচারী

সেতুর টোল আদায়ে দেরী করায় বিএনপি নেতার হাতে লাঞ্ছিত কর্মচারী

সেতুর টোল আদায়ে দেরী করায় বিএনপি নেতার হাতে লাঞ্ছিত কর্মচারী

বিএনএ, চট্টগ্রাম: টোল আদায়ে দেরি হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোলপ্লাজায় কর্মরত কম্পিউটার অপারেটরকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে লোহাগাড়ার এক বিএনপি নেতার বিরুদ্ধে। তিনি ওই অপারেটরকে শার্টের কলার ধরে টানেন এবং কম্পিউটারে আঘাত করেন। সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে গাড়িবহর নিয়ে সাতকানিয়া যাচ্ছিলেন ওই বিএনপি নেতা।

শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে কর্ণফুলীর মইজ্জ্যারটেক টোলপ্লাজায় এ ঘটনা ঘটে। আহত কম্পিউটার অপারেটরের নাম মোহাম্মদ ইমন (২৮)। তিনি টোলপ্লাজায় টোল তোলার দায়িত্বে আছেন। অভিযুক্ত বিএনপি নেতার নাম নাজমুল মোস্তফা আমিন। তিনি লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক।

সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের গাড়ি বহর সাতকানিয়ার একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে টোলপ্লাজা পার হচ্ছিল। বহরের গাড়িগুলোর মধ্যে সাদা ও কালো রঙের কয়েকটি প্রাইভেট কার ছিল, যেগুলোর নম্বর যথাক্রমে-চট্টমেট্রো গ ১১-৯৯১৩, চট্টমেট্রো চ ১১-৯৯৬৬, চট্টমেট্রো গ ১৩-৩৪৬৯, চট্টমেট্রো গ ১১-১০৬২, চট্টমেট্রো ঘ ১১-৪৬২৯। গাড়িগুলো ধীরে ধীরে টোলপ্লাজা অতিক্রম করছিল।

এ সময় নাজমুল মোস্তফা আমিনের গাড়ি আটকে যায় এবং টোল আদায়ে বিলম্ব হলে তিনি ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে টোলপ্লাজার বুথে প্রবেশ করেন।

টোলপ্লাজার কর্মীরা জানান, শুক্রবার সাধারণত টোলপ্লাজায় গাড়ির চাপ বেশি থাকে এবং যানজটের কারণে কিছুটা সময় লাগে। নাজমুল মোস্তফা আমিন এই সামান্য বিলম্বে ক্ষিপ্ত হয়ে কর্মী ইমনকে গালিগালাজ করেন, শারীরিকভাবে লাঞ্ছিত এবং কম্পিউটারে আঘাত করেন।
তার এ আচরণের ফলে অন্যান্য কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েন এবং কয়েকটি গাড়ি থেকে টোল আদায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, শুক্রবারে গাড়ির চাপ বেশি থাকে। এদিন মেয়রের গাড়ি বহর টোলপ্লাজা অতিক্রমের সময় কিছুটা বিলম্ব হয়। এতে একজন ব্যক্তি অতিরিক্ত উত্তেজিত হয়ে কর্মীদের গালিগালাজ করেন এবং কম্পিউটারে আঘাত করেন। বড় ধরনের ক্ষতি না হলেও এ ধরনের আচরণ নিন্দনীয়।

এ ব্যাপারে বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমিন বলেন, ওইদিন জুমার নামাজ শেষের পথে আমি নামাজ পড়ার জন্য তাদের ক্যাশ টাকা দিতে চেয়েছিলাম। বলছিলাম প্রতিদিন তো কম্পিউটারের মাধ্যমে টাকা নেন। আজকে শুক্রবার মানুষ বেশি। ক্যাশে আপনারা টাকা নিলে যানজটটা একটু কমে আসবে। এতটুকুই ঘটনা। আর আমি কাউকে লাঞ্ছিত কিংবা মারধর করেনি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। তাই বিস্তারিত কিছু বলতে পারছি না।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ