বিএনএ বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ঠান্ডাজনিতসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চলতি মাসে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৩ শতাধিক শিশু।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, শীতজনীত রোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ৬৪৫ জন শিশু ভর্তি হয়, এর মধ্যে ৭ জন শিশুর মৃত্যু হয়েছে।
এর মধ্যে নিউমনিয়া রোগে আক্রান্ত হয়ে ৯৭ জন শিশু ভর্তি হয়েছে । তার মধ্যে কাশি,শ্বাসকষ্ট ও হার্টের সমস্যায় ৩ জন শিশুর মৃত্যু হয়েছে । অন্যান্য রোগে আক্রান্ত হয়ে মোট ৭ জন শিশুর মৃত্যু হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩টি শিশু ওয়ার্ডে সরকারিভাবে ৪৫টি বেড থাকলেও চিকিৎসা নিচ্ছে ৩ শতাধিক শিশু।
বিএনএ/ সাইয়েদ কাজল ,ওজি