17 C
আবহাওয়া
৯:০৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » অসুস্থ বাবাকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মেয়ে নিহত

অসুস্থ বাবাকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মেয়ে নিহত

বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

বিএনএ, রাজশাহী : রাজশাহীতে অসুস্থ বাবাকে দেখতে যেয়ে রেজিয়া বেগম ওরফে মফি (৩৫) নামে সড়ক দুর্ঘটনায় মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী বাঘা উপজেলার আড়ানী খোর্দ্দ বাউসা গ্রামের হাবিবুর রহমান।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে চারঘাট উপজেলার আড়ানি-পুঠিয়া সড়কের ফুলতলা বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলার বাঘা উপজেলার খোর্দ্দ বাউসা থেকে একই ভ্যানে চারঘাটের বাসুদেবপুর যাচ্ছিলেন স্বামী-স্ত্রী। পথে মালবোঝাই ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে নিহত হন মফি (৩৫)। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাবিবুর রহমান জানান, তার স্ত্রীর বাবা নইমুদ্দিন প্রামাণিকের অসুস্থতার খবরে ভ্যানে শ্বশুরবাড়ি বাসুদেবপুর যাচ্ছিলেন তিনি। ট্রাকটি সাইড দিয়ে যাওয়ার সময় ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়েন। তার স্ত্রী চাকার নিচে পড়ে পিষ্ট হয়ে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে চারঘাট থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, চালক ও হেলপার পলাতক। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা হবে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ