17 C
আবহাওয়া
৯:১০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » দূষিত বায়ুর শহরের শীর্ষ ছয়ে ঢাকা

দূষিত বায়ুর শহরের শীর্ষ ছয়ে ঢাকা

বায়ু

বিএনএ ডেস্ক: অনেকদিন ধরেই বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ ১০ এর মধ্যে ঘুরছে রাজধানী ঢাকা। ১৯৪ স্কোর নিয়ে আজ সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকার অবস্থান শীর্ষ ছয় নম্বরে। বায়ুর এই মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।

সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ারের র‌্যাঙ্কিং অনুযায়ী, শনিবার সকাল নয়টা পর্যন্ত ‘বিপজ্জনক’ বায়ু নিয়ে সবার শীর্ষে আছে বসনিয়া-হার্জেগোভিনার সারাজেভো। শহরটির স্কোর ৩১৯। ২৪০ স্কোর নিয়ে দুইয়ে আছে ভারতের দিল্লি। ২৩৩ স্কোর নিয়ে তিনে আছে ঘানার আক্রা।

একই সময় ২১৯ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় ৪ নম্বরে আছে ভারতের আরেক শহর কলকাতা। ১৯৬ স্কোর নিয়ে পাকিস্তানের করাচির অবস্থান পাঁচ নম্বরে।

নির্দিষ্ট স্কোরের ভিত্তিতে কোনো শহরের বাতাসের ক্যাটাগরি নির্ধারণের পাশাপাশি সেটি জনস্বাস্থ্যের জন্য ভালো না কি ক্ষতিকর, তা জানায় আইকিউএয়ার।

প্রতিষ্ঠানটি শূন্য থেকে ৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘ভালো’ ক্যাটাগরিতে রাখে। অর্থাৎ এই ক্যাটাগরিতে থাকা শহরের বাতাস জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। ৫১ থেকে ১০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘মধ্যম মানের বা সহনীয়’ হিসেবে বিবেচনা করে এটি।

আইকিউএয়ারের র‌্যাঙ্কিংয়ে ১০১ থেকে ১৫০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে ধরা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরে থাকা শহরের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরির বিবেচনা করা হয়।

র‌্যাঙ্কিংয়ে ২০১ থেকে ৩০০ স্কোরে থাকা শহরগুলোর বাতাসকে ‘খুবই অস্বাস্থ্যকর’ধরা হয়। ৩০০ এর বেশি স্কোর পাওয়া শহরের বাতাসকে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচনা করে আইকিউএয়ার।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ