22 C
আবহাওয়া
২:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » বিধিনিষেধ তুলে নিয়েছে যুক্তরাজ্য সরকার

বিধিনিষেধ তুলে নিয়েছে যুক্তরাজ্য সরকার

বিধিনিষেধ তুলে নিয়েছে যুক্তরাজ্য সরকার

বিএনএ বিশ্ব ডেস্ক: করোনা ভাইরাসের ওমিক্রন ধরনের জন্য যেসব বিধিনিষেধ জারি করেছিল সেসব তুলে নিয়েছে যুক্তরাজ্য সরকার। গত দুই সপ্তাহে করোনার সংক্রমণ কমে যাওয়ায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) এই  সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ।

করোনার ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৮ ডিসেম্বর প্ল্যান-বি পরিকল্পনা বাস্তবায়ন করে দেশটির সরকার।এর আওতায় আবদ্ধ সকল জায়গাতে মাস্ক বাধ্যতামূলক এবং নাইটক্লাব ও ফুটবল খেলার মাঠের মতো জায়গাগুলোতে টিকা নেয়ার প্রমাণপত্র দেখাতে হতো। এখন এসব নিষেধাজ্ঞা তুলে নেয়ায়  সন্তুষ্টি প্রকাশ করেছে যুক্তরাজ্যের অনেক নাগরিক।

এদিকে, নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও লন্ডনের গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক রয়ে গেছে। তবে মাধ্যমিক স্কুলের ক্লাশরুমে মাস্ক পরার প্রয়োজন হবে না বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো।

অন্যদিকে, বিধিনিষেধ তুলে নেয়া হলেও করোনা ভাইরাসে আক্রান্তদের অবশ্যই পাঁচদিন আইশোলেশনে থাকতে হবে বলে জানানো হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ