16 C
আবহাওয়া
৯:২০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বিএনএ, ঢাকা : সরকারি চাকরিতে নিয়োগে ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছে, এতে উত্তীর্ণ হয়েছে ১০ হাজার ৯৬৪ জন। বুধবার (২৭ জানুয়ারি) প্রকাশিত ফল কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

টেলিটক মোবাইল বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে যে কোন মোবাইল থেকে এমএমএস পাঠিয়েও ফল জানা যাচ্ছে।

৪০ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাঁদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। ২০১৮ সালের আগস্টে ৪০ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

৪০ তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ